(DOF) মৎস্য বিভাগ ভাইবা পরীক্ষার তারিখ ২০২৪
মৎস্য বিভাগ (ডিওএফ) মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৪
(DOF) মৎস্য বিভাগ ভাইবা পরীক্ষার তারিখ ২০২৪। সকলকে নতুন একটি নিবন্ধনে স্বাগতম জানিয়ে বরাবরের মতো হাজির হয়েছি মৎস্য বিভাগ (ডিওএফ) ভাইভা পরীক্ষার তারিখ ২০২৪ সম্পর্কে। আপনাদের সামনে শেয়ার করতে চলেছি কবে,কখন,কিভাবে? অনুষ্ঠিত হবে মৎস্য বিভাগ ডিও এফ ভাইবা পরীক্ষা। আপনি যদি মৎস্য বিভাগ ভাইভা পরীক্ষার প্রার্থী হন এবং কবে নাগাদ অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সেই বিষয়ে জানতে চান তাহলে আপনার জন্য আমাদের এই নিবন্ধনটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
মৎস্য বিভাগ মৌখিক পরীক্ষার তারিখ ২০২৪
৩২ টি ক্যাটাগরিতে ৭৩২টি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন মৎস্য বিভাগ কর্তৃপক্ষ। যার ভিত্তিতে গত ১২ই জানুয়ারি ২০২৪ থেকে ক্যাটাগরি ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয়। উক্ত পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফল প্রকাশের পর কিছুদিন আগে প্রাকটিক্যাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেন মৎস্য অধিদপ্তর।পাশাপাশি ১৬ই অক্টোবর ২০২৪ মৎসা বিভাগ সব কয়টি শূন্য পদের লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর জন্য ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশ করেছেন।
পদের নাম এবং শূন্যপদ:
- ড্রাফটসম্যান – ৪
- সিনিয়র ফটো শিল্পী – ১
- সাথী – ১
- দ্বিতীয় চালক – ১
- ড্রাইভার (মেরিন) – ১
- স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর –৮
- স্টোর কিপার – ২
- ট্রাক চালক – ১
- গাড়ী চালক – ৪
- মেকানিক – ১
- ডেটা সংগ্রহ সহকারী – ১
- ডেকহ্যান্ড – ৮
- মৎস্যজীবী – ২
- হ্যাচারি টেকনিশিয়ান – ৭
- ইলেকট্রিশিয়ান – ৩
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ২৪১
- ড্রাইভার – ৩৯
- পাম্প অপারেটর – ৩২
- ফটোকপি অপারেটর – ২
- অফিস সোহায়ক – ২৪৪
- নিরাপত্তা প্রহরী – ৪১
- হ্যাচারি অ্যাটেনডেন্ট – ২৮
- সুইপার/ক্লিনার – ১০
- মৎস্যজীবী কাম গার্ড – ১৪
- প্রহরী – ২৬
- নগদ পিয়ন – ২
- জাদুঘর পরিচর্যা – ১
- বাবুর্চি (শেফ) – ১
- পুকুর পরিচারক – ১
- সুইপার কাম লস্কর – ১
- পুকুর নিরাপত্তা – ১
- ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ২
মোট শূন্যপদ: ৭৩২জন
ভাইভা সময়সূচী: ২২ অক্টোবর থেকে ২৪ নভেম্বর২০২৪
ভাইভা শুরুর সময় শিফট: ১০:০০ AM,০২:৩০ PM
(DOF) মৎস্য বিভাগ ভাইবা পরীক্ষার সময়সূচী ২০২৪
১৬ই অক্টোবর ২০২৪ রোজ বুধবার মৎস্য বিভাগ (DOF)কর্তৃপক্ষ কর্তৃক ভাইবা পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করেছে। প্রকাশিত তারিখ অনুযায়ী পরীক্ষাটি প্রত্যেকটি ক্যাটাগরির ভিত্তিতে ২১ অক্টোবর থেকে ২৪ শে নভেম্বর ২০২৪ পর্যন্ত পরিচালিত হবে। শূন্য পদ অনুযায়ী ভাইবা প্রতিটি পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং শেষ হবে দুপুর ২.৩০ মিনিটে। আপনারা যে যার শূন্য পদের প্রার্থী রয়েছেন তাদেরকে এই তারিখের মধ্যেই শীত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি ভাইবা পরীক্ষার 72 ঘন্টা আগে শূন্য পদে অনুযায়ী পরীক্ষার তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।
আরও দেখুন;- ঢাকা পাওয়ার ডিভিশন (ডিপিডিসি) পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪
Department of Fisheries (DOF) Viva Date 2024
মৎস্য বিভাগ (ডিওএফ) ভাইভা পরীক্ষা সহ চূড়ান্ত ফলাফল বিষয় সকল বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dof.gov.bd প্রবেশ করুন এবং মেনুবার ক্লিক করে যাবতীয় ও বিস্তারিত তথ্য জেনে নিন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট দাঁড়াও মৎস্য বিভাগের ভাইভা পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলটি এখান থেকে নোটিশ আকারে প্রকাশ করা হবে। আপনি সর্বপ্রথম সবার আগে রেজাল্ট দেখতে আমাদের ওয়েবসাইটটি লগইন করুন এবং সকল আপডেট খবরা খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।