বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক জেনারেল পরীক্ষার তারিখ ২০২৪
BBALসহকারী ব্যবস্থাপক জেনারেল পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ pdf
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক জেনারেল পদের পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৪। আশা করি সকলেই সুস্থ রয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক শূন্য পদের পরীক্ষাটি কবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তা কিভাবে অনলাইনে দেখতে পাবেন এসব বিষয়ে থাকে বিস্তারিত আলোচনা। আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষার প্রার্থী হন এবং পরীক্ষার তারিখ ও সময়সূচি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য উক্ত আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেরি না করে এক নজরে দেখে নিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক শূন্য পদের পরীক্ষার তারিখ ও সময়সূচি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষার তারিখ ২০২৪
৩৪টি ক্যাটাগরিতে ৭৪৯ টি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে গত ২২শে জানুয়ারি ২০২২ তারিখে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যার বিপরীতে উক্ত শূন্য পদগুলিতে চাকরি পাওয়ার আশায় সারা বাংলাদেশ হতে এক লক্ষ ১৩ হাজার ৭৭৭ জন প্রার্থী ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে আবেদন করেন। আবেদন কার্যক্রম শেষ হলে ইতিমধ্যে mcq আকারের পরীক্ষা শেষ হয়েছে। পর্যায়ক্রমে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (বিবিএএল)
পদের নাম এবং শূন্যপদ:
- সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) –২১
- মেট্রোলজিস্ট – ০৪
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং – ০৪
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) – ২৫
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স – ০৩
- সহকারী ব্যবস্থাপক অডিট – ০১
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫
- মেডিকেল অফিসার – ০৩
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) – ০১
- এয়ারক্রাফট মেকানিক – ৩০ জন
- জুনিয়র টেইলর কাম আপহোলস্টার –০৩
- উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০
- পরিকল্পনা সহকারী – ০৭
- গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন
- বাণিজ্যিক সহকারী – ৩০ জন
- হিসাব সহকারী – ১০
- নিরাপত্তা সহকারী – ১৪
- অ্যাডমিন সহকারী – ২০
- অডিট সহকারী – ০৫
- শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪
- প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২
- জুনিয়র এয়ারকন সহকারী – ০১
- জুনিয়র ওয়েল্ডার GSE – ০২
- জুনিয়র পেইন্টার GSE – ০২
- জুনিয়র মেকানিক (টায়ার) GSE – ০২
- জুনিয়র এমটি মেকানিক – 09
- জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) – ১৯
- জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭
- জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) – ১০
- এমটি অপারেটর (ক্যাজুয়াল) – ৪০
- সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন
- কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০
- এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০ জন
মোট শূন্যপদ: ৭৪৯
পরীক্ষার তারিখ: ২৬ অক্টোবর ২০২৪
পরীক্ষার সময়: 03:00 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক পরীক্ষার সময়সূচি ২০২৪
আপনার অবগত রয়েছেন যে ৩৪ টি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল উক্ত পদে কিছু দক্ষ জনবল নিয়োগের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা প্রশাসক মোঃ জহুরুল আলম গত ৭ই অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬ শে অক্টোবর ২০২৪ রোজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারি ব্যবস্থাপক শূন্য পদের পরীক্ষা।
(বিবিএএল)সহকারী ব্যবস্থাপক জেনারেল লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪
আগামী ২৬ শে অক্টোবর ২০২৪ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক জেনারেল শুন্য পদের পরীক্ষা। উক্ত পরীক্ষাটিতে প্রায় ১০ হাজার প্রার্থী প্রার্থী অংশগ্রহণ করবেন। যা বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট ইত্যাদি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এ চারটি বিষয়ের উপর ১০০ নম্বরের মধ্যে লিখিত আকারের প্রশ্নপত্র প্রদান করা হবে। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন।
BBAL সহকারী ব্যবস্থাপক জেনারেল পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ pdf
যেকোনো চাকরি নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডমিট কার্ড/ প্রবেশপত্র আপনি কিভাবে আপনার এডমিট কার্ড অনলাইনের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করবেন। ই আপনাদের সুবিধার্থেই নিচের অংশে দেয়া হল কিভাবে এডমিট কার্ড দিয়ে ডাউনলোড করবেন।
- প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইট www.bbal.gov.bd লিংকে প্রবেশ করুন।
- এরপর আপনার ইউজার আইডি সহ রুল ও রেজিস্ট্রেশন নাম্বার দিন।
- তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
- সর্বশেষ a4 সাইজের কাগজে প্রিন্ট আকারে pdf সহ এডমিট কার্ডটি ডাউনলোড করুন।
উপসংহার
পরিশেষে উপরের অংশে বুঝতে পেরেছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক জেনারেল শূন্য পদের পরীক্ষা কবে কখন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিভাবে অনলাইন থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করবেন সে সকল বিষয়ে। আপনি যদি আমাদের ওয়েবসাইটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েব সাইটটি লগইন করুন কেননা আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,পরীক্ষার সময়সূচি, এডমিট কার্ড ডাউনলোড, প্রশ্ন সমাধান ও ফলাফল প্রকাশ করে থাকি।