ডিগ্রী ভর্তি ১ম মেধা তালিকার রেজাল্ট ২০২৪ (Deg..Admission Result)
ডিগ্রী ভর্তি রেজাল্ট ২০২৪ [অনলাইন/ মোবাইল SMS ডিগ্রি ভর্তি ফলাফল দেখার নিয়ম]
ডিগ্রী ভর্তি ১ম মেধা তালিকার রেজাল্ট ২০২৪অনলাইন/ মোবাইল SMS ডিগ্রি ভর্তি ফলাফল দেখার নিয়ম> বিসমিল্লাহির রহমানির রহিম বরাবরের মত হাজির হয়েছি ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকার রেজাল্ট ২০২৪ কবে, কখন? প্রকাশিত হবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে। কেননা যেসব শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রী ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। তাদের ভর্তির রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। রেজাল্টটি কোন কোন পদ্ধতি অনুসরণ করে দেখতে পাবেন এবং কোন কলেজে চান্স পেয়েছেন এসব জানতে আমাদের নিবন্ধনটির সঙ্গেই থাকুন।
ডিগ্রী ভর্তি ১ম মেধা তালিকার রেজাল্ট ২০২৪
২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক (সম্মান) বা অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যকর শেষে গত ২জুন ২০২৪ তারিখে ডিগ্রী ১ম বর্ষের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদন শুরু হয় ৫ই জুন বিকাল ৪ টা থেকে ৩০ শে জুন ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত । এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য অনেক সময় ব্যাহত হওয়ার পর ২য় মেয়াদে পুনরায় অনলাইনে আবেদনে তারিখ ২১ জুলাই ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
পরিশেষে ২৬ শে জুলাই ২০২৩ তারিখ আবেদন ফরম অনলাইন নিশ্চিত করা হয়েছে। সকল কার্যক্রম শেষে এখন ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার সময়। আশা করা যায় ২০২৪ এর অক্টোবর মাসের মধ্যেই রেজাল্টটি প্রকাশ করা হবে।
ডিগ্রী ভর্তি রেজাল্ট ২০২৪
ডিগ্রী ভর্তির জন্য প্রায় ৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী অনলাইনে আবেদন করে রেখেছেন। আপনি কি ডিগ্রী ভর্তি পরীক্ষার একজন প্রার্থী? এবং উক্ত পরীক্ষার রেজাল্টটি কবে কখন হতে যাচ্ছে সে বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে বলব সঠিক ওয়েবসাইটে এসে উপস্থিত হয়েছেন। কেননা এখান থেকেই দেখাতে চলেছি কিভাবে এবং কোন কোন পদ্ধতি অনুসরণ করে দেখতে পাবেন আপনার ডিগ্রী ভর্তি পরীক্ষার রেজাল্ট। (১)অনলাইন/ লিংক এর মাধ্যমে(২)মোবাইলের এসএমএসের মাধ্যমে।
আরও দেখুন;- Nu অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪[www.nu.ac.bd/results]
অনলাইন/ লিংক ডিগ্রী ভর্তির ফলাফল ২০২৪
আপনি ঘরে বসে থেকেই অতি সহজেই আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন/ ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট চেক করতে পারবেন। তার জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।প্রথমেই nu degree admissin লিখে সার্চ করুন।
- প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)ভিজিট করুন।
- এরপর Degree pass অপশনে যাবেন।
- তারপর Degree pass Aplication Click Here অপশনে ক্লিক করুন।
- পরিশেষে আপনার রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তাহলে দেখতে পাবেন আপনি চান্স পেয়েছেন কিনা চান্স পেলে Congratulations থাকবে পাশাপাশি একটি এডমিশন ফরম দিবে যেখানে আপনার পছন্দের কলেজটি নির্বাচন করুন। আর যদি চান্স না পেয়ে থাকেন তাহলে You are not in the marit list nu-authority। লিখে জানিয়ে দিবে।
মোবাইল SMS ডিগ্রি ১ম মেধা তালিকার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
অনলাইনে ডিগ্রী ভর্তি রেজাল্ট নিতে সার্ভার ডাউন জনিত সমস্যায় না পড়তে চাইলে দ্বিতীয় অপশন হিসেবে মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারেন। আপনার হাতে থাকা বাটন ফোন অথবা স্মার্টফোনের এসএমএস অপশনে গিয়ে নিচের অংশে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে nu <spece>ATDG<>spece<>Roll no দিয়ে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে। পরবর্তী এসএমএসে আপনাকে জানিয়ে দেবে আপনার রেজাল্টেই। ঠিক এসএমএসের জন্য ২.৭৫ টাকা করে কেটে নেওয়া হবে।
NU Degree Admission Result Chek 2024
আশা করি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে Degree Admission Result Chek 2024সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পাশাপাশি কেউ যদি ডিগ্রী ভর্তির ১ম মেধা তালিকায় চান্স না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মেয়াদে আবেদন করতে পারবেন। আজকের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।